স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে নিয়ে নিয়ে নৌকার বিজয় অর্জিত হবে-শ.ম. রেজাউল করিম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর-স্বরূপকাঠি-নাজিরপুর) আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রিয় আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী করতে না পারলে মুক্তিযুদ্ধের পরাজিত শত্র“রা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করবে। শনিবার বিকেলে সুটিয়াকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সুটিয়াকাঠি বালক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আগামী ৩০ ডিসেম্বর আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেকটি বিজয়ের ইতিহাস রচনা করতে হবে। ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ফজলুল হক খোকনের সভাপতিত্বে¡ সভায় আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. হাকিম হাওলাদার, কেন্দ্রিয় আ.লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য অ্যাড. আহসান তারিক, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশিষ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. কানাই লাল বিশ্বাস, উপজেলা আ.লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল্লাহ মিয়া, যুগ্ম সম্পাদক এস. এম, মুইদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুস সালাম সিকদার, ইউপি চেয়ারম্যান মো. গাউস মিয়া তালুকদার প্রমুখ। সভায় সঞ্চালনা করেন যুবলীগ নেতা ফরহাদ আকন। হাজার হাজার জনগনের উপস্থিতিতে সভাটি জনসমুদ্রে পরিনত হয়।