মুশফিক দল পেলেন না আইপিএলে

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//আইপিএলে এবার বাংলাদেশের হয়ে উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের যোগ হওয়ার সম্ভাবনায় ছিল। তবে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে আবারো একবার আইপিএলের বাইরেই থাকতে হচ্ছে মুশফিককে। আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসানকে ছাড়েনি তার দল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞায় আইপিএলে নাম দেননি মুস্তাফিজুর রহমান। এদিকে এবারের নিলামে বাংলাদেশের রিয়াদ ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। উইকেট কিপারের কোটায় মুশফিকুর রহিমের নাম তোলা হলেও কোনও দল আগ্রহ দেখায়নি তাকে দলে নিতে। নিলামে নাম ওঠার বাকি আছে মাহমুদুল্লাহ রিয়াদের।