গৌরনদীতে বিএনপির ১১ নেতার বাড়িঘরে হামলা, ভাংচুর,পরিবারের সদস্যদের মারধর, এলাকায় ত্রাস সৃষ্টি

গৌরনদী প্রতিনিধি//
বৃহস্পতিবার গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলা সদরের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ নেতার বাড়িঘরে হামলা, ভাংচুরসহ তাদের পরিবারের সদস্যদের মারধর ও ত্রাস চালিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ওই ৯ নেতাকে খোজাখুজি করে তারা। না পেয়ে পরিবারের সদস্যদের মারধর করে ত্রাস সৃষ্টি করে। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদেরকে হুমকি দিয়ে যায় যে, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে তারা যেনো বাড়ি না ফেরে। বাড়ি ফিরলে তাদেরকে হত্যা করা হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন জানান, বুধবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ৫০টির অধিক মোটর সাইকেল নিয়ে তার ধানের শীষের কর্মী গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান মুকুল (ভিপি মুকুল), পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ মিয়া, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সরদার এমএ গফুর, মোঃ বুলবুল সরদার, যুবদল নেতা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন রাজা (ভিপি জাকির), ছাত্রদল নেতা আল মামুন খান এর বাড়িঘরে হামলা চালায় এ সময় তারা বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের পরিবারের সদস্যদের মারধর ও ত্রাস সৃষ্টি করে।
গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নানের স্ত্রী নাছরিন পারভীন জানান, রাত সোয়া ২টার দিকে ৫০টির অধিক মোটরসাই নিয়ে স্থানীয় একজন পৌর কাউন্সিলরের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের দেড় শতাধীক নেতাকমীরা আমাদের বাড়িতে চড়াও হয়ে বসত ঘরে হামলা চালায়। এক পর্যায়ে তারা দু দিক থেকে ঘরের দুটি দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে হান্নান শরীফকে খুজতে থাকে। তাকে না পেয়ে হামলাকারীরা আমার বড় ছেলে একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোঃ জাহিদ হাসান শরীফ (২১) এর বুকে পিস্তল ঠেকিয়ে গতকাল (বৃহস্পতিবার) দিনের মধ্যে পরিবারের সদস্যদের দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে যায়।
যুবদল নেতা সরদার এম,এ গফুর জানান, রাত ১টা ৫০ মিনিটের দিকে ৫০/৬০টি মোটরসাইকেল নিয়ে দেড় শতাধিক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকমীরা আমার বাড়িতে হামলা চালায়। এ হামলার ঘটনায় আমার স্ত্রী, মা ও সন্তানেরা এত ভয় পেয়েছে যা বলে বোঝানো যাবেনা। ভয়ে আমার মা খুব অসুস্থ্য হয়ে পড়েছে। মাকে মনে হয় আর বেশীদিন বাঁচানো যাবে না।
যুবদল নেতা বুলবুল সরদার জানান, আমার স্ত্রী তিনটি শিশু মেয়েকে নিয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যে ওদের হামলার শব্দে তাদের ঘুম ভাঙে। হামলায় মেয়ে তিনটি শিশু মেয়ে এত ভয় পেয়েছে যে, ওরা স্বাভাবিক ভাবে কথা বলতে পারছেনা।
ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতার স্ত্রী ও যুবদল নেতাদের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান বলেন, ইতোপূর্বে জহির উদ্দিন স্বপন দাবি করেছিলেন তাকে এলাকায় ঢুকতে দেয়া হচ্ছেনা। তিনি কিন্তু বিনা বাঁধায় নির্বিঘেœ এলাকায় ঢুকেছেন। এখন আবার ইলেকশন কমিশনের কাছ থেকে বারতি সুবিধা নিতে সে ও বিএনপি নেতারা হামলার মিথ্যা গল্প তৈরী করে প্রচার করছে।