স্বরূপকাঠিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে নানান অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ রবিবার এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মো. মেহেদী হাসান, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজ আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ,সহকারি অধ্যাপক উত্তম কুমার মিস্ত্রী,সাংবাদিক মো. হালিমুর রহমান শাহিন ও হযরত আলী হিরু প্রমুখ।