দেবাশীষ সাহা দেবা,ক্রাইম রিপোর্টার//
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নে লক্ষ্মী রানী নাথ (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলের বউ। ঘটনার পর নিহত বৃদ্ধার ছেলের বউ মিতা রানী নাথকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আজ সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত লক্ষ্মী রানী নাথ চরমজিদ গ্রামের সন্তোষ নাথের স্ত্রী। আটককৃত মিতা রানী নাথ রকি নাথের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে প্রায় সময় ছোট ছেলে রকির স্ত্রী তার শাশুড়ি লক্ষ্মী রানী নাথকে বকাজকা করতো। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘরে থাকা দা দিয়ে শাশুড়ির মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় মিতা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে লক্ষ্মীর মৃত্যু হয়। ঘটনার পর আজ সকাল ১০টার দিকে জোবায়ের বাজার এলাকা থেকে মিতাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।
চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ঘটনায় নিহতের ছোট ছেলে রকি নাথ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।