কাউখালীতে সড়কে দুর্ঘটনায় নির্মান শ্রমিকের মৃত্যু বাসের চালক ও হেলপার আটক

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীর আশোয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন মোল্লা (৪৫) নামের এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ২ টার দিকে স্বরূপকাঠি- পিরোজপুর সড়কের কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন আশোয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মো. হারুন অর রশিদ জানান বেলা ২ টার সময় সরোয়ার কাজ শেষ করে বৈশাখী নামক ওই বাসটিতে চড়ে বাড়ী ফিরছিলেন। বাসটি আশোয়া এলাকায় থামালে সরোয়ার বাস থেকে নামতে যান। এসময় বাসের চালক হঠাৎ গাড়ি চালিয়ে দিলে পাশে থাকা একটি চাম্বল গাছের সাথে সরোয়ার চাপা খেলে তার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে জনতা খুলনা-মেট্রো জ ০৪০০২৪ নম্বরের বাস সহ চালক ও হেলপারকে আটক করে কাউখালী থানা পুলিশের কাছে সোপার্দ করেছে। নিহত শ্রমিক সরোয়ার হোসেন মোল্লা আশোয়া গ্রামের মোদাচ্ছের মোল্ল¬ার ছেলে। তার স্ত্রী ও ৩ টি মেয়ে রয়েছে। কাউখালী থানার ওসি তদন্ত মো. ফরিদ হোসেন বাস সহ চালক ও হেলপারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।