গৌরনদীতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মন্নান বেপারী, বিএনপি নেতা রিন্টু প্যাদা ও শিপন হাওলাদারের নেতৃত্বে স্থানীয় বিএনপির র্অধশতাধিক নেতাকর্মী গত বুধবার রাতে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন।
বিএনপির ওই নেতা-কর্মীরা বুধবার রাত ৯টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামীলীগ কার্যালয়ে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।