মারা গেছেন সেই রাঁধুনী ইউটিউবার

অনলাইন ডেস্ক//
ইউটিউবে রান্নার ভিডিও দিয়ে হইচই ফেলে দেওয়া ভারতের এক রাঁধুনী ১০৭ বছর বয়সে মারা গেছেন।
বুধবার দক্ষিণ ভারতে মাস্তানাম্মা নামের ওই নারী ইউটিউবারের মৃত্যু হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিভিন্ন ধরনের রান্নার ভিডিও ইউটিউবে পোস্ট করতেন ওই বৃদ্ধা। অল্প কয়দিনের মধ্যেই তিনি দেশ ও দেশের বাইরে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন।
২০১৬ সালে ইউটিউবে কান্ট্রি ফুডস নামে চ্যানেল খোলেন ওই রাঁধুনীর নাতি-নাতনীরা। এরপর সেখানে মাস্তানাম্মার নানান রান্নার ভিডিও আপলোড করা হয়। অল্প কয়েকদিনের মধ্যেই ব্যাপাক জনপ্রিয় হয় চ্যানেলটি।
তরমুজের ভেতরে ডিমের ভুজিয়া, মুরগী, তামিল স্টাইলের কেএফসি চিকেন, কাচ্চি বিরিয়ানী, দম বিরিয়ানী, মাছ, শুটকিসহ আরও অনেক রান্না করতেন তিনি।
খোলা মাঠে বসে মাটির চুলায় সামান্য কয়েকটি মশলা দিয়ে এসব রান্না করতেন মাস্তানাম্মা। আর রান্নার ফাঁকে ফাঁকে টিপস দিতেন তিনি।
ভারতের অন্ধ্রপ্রদেশে জন্ম নেওয়া ওই নারীর বয়স ১০৬ বছর বলে ২০১৭ সালে জানিয়েছিলেন তিনি। তবে তার কোনও জন্মনিন্ধন না থাকায় বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।