হাকিম মাঝির লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির বরছাকাঠি খেয়াঘাটের মাঝি আব্দুল হাকিম পাল (৬৫) নিখোঁজের ১০ ঘন্টাপর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসি সুত্রে জানাগেছে,হাকিম প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে কাজ শেষে বাড়িতে যাচ্ছিলেন। খেয়াঘাটের সামান্য উত্তর দিকে মিয়ারহাট তরকারি বাজার সংলগ্ন স্থানে তার নৌকাটি ভাসতে দেখে স্থানীয়রা।কিন্তু হাকিমকে খুজে পাওয়া যাচ্ছিল না।অনেক খোজাখুজির পর পরদিন শুক্রবার অনুমান সকাল ৬ টায় বরছাকাঠির কাঠের দোকানের পাশে তার ভসমান লাশ পওয়া যায়।প্রত্যক্ষদর্শীরা জানায় তার বাম হাত ভাংগা ও বাম চোখে আঘাতের চিহৃ রয়েছে। রাতের আধারে কোন ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় ঐ দুর্ঘটনা ঘটতে পরে বলে এলাকাবাসির ধারনা।