স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে কাপড়ের গোডাউন ভস্মিভূত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি পৌর শহরের জগৎপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে জগন্নাথকাঠি বন্দরের মেসার্স সাইফুল ইসলাম কাপড়ের দোকানের গোডাউনসহ বসতঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। সোমবার মধ্য রাতে সংঘটিত ওই অগ্নিকান্ডে নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোডাউনের মালিক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন। বিবরনে জানাগেছে সোমবার দিনগত রাত ১২ টার দিকে প্রতিবেশি আব্দুর রহিমের ছেলে রুমান শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে সাইফুলের গোডাউনে আগুন জ্বলতে দেখে। এসময় সে ডাক চিৎকার দিলে লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা পরে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডের সময় সাইফুল ইসলাম ও তার পরিবারের কেহই বাড়িতে ছিলনা। নেছারাবাদ থানার ওসি কেএম তারিকুল ইসলাম খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেন। স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের লিডার মাসুদ হোসেন ও প্রতিবেশিরা জানান বিদ্যুতের মিটারের স্থানে প্রথম দিকে বেশি আগুন জ্বলতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সুত্রপাত। ইউএনওর নির্দেশে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।