সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কাতার। আজ দেশটির জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি এ ঘোষণা দেন,
আগামী বছর জানুয়ারিতে ওপেক গোষ্ঠীর সঙ্গে ৫৭ বছরের সম্পর্ক ছিন্ন করবে দেশটি। আগামী ৬ ডিসেম্বর ওপেক সদস্যভুক্ত দেশগুলোর এক বৈঠকের কয়েকদিন আগে এই ঘোষণা দিল দোহা।
জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি বলেন, জানুয়ারিতেই ওপেক গোষ্ঠী থেকে বেরিয়ে আসবে কাতার। জ্বালানি তেলের পাশাপাশি এবার জোর দেয়া হবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ওপর।
২০১৭ সাল থেকে কূটনৈতিক এবং রাজনৈতিক সংকটে ভুগছে আরব উপসাগরীয় দেশ কাতার। সন্ত্রাসবাদ ইস্যুতে কাতরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত। দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়। ওপেক গোষ্ঠী থেকে কাতারের বেরিয়ে আসার পেছনে এটিই অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।