মৌলভীবাজার-৪ আসন বিএনপির প্রার্থী হাজী মুুজিবের প্রার্থীতা স্থগিতের পর গ্রহন

মৌলভীবাজার প্রতিনিধি//
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৪টি নির্বাচনী এলাকার জমাকৃত মনোনয়ন পত্র বাছাই করা হয়। গতকাল রবিবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাছাই বাছাই ছলে।
জানা যায়, মনোনয়ন পত্র বাছাইকালে মৌলভীবাজার-৪ আসনে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে প্রার্থী আপত্তি করলে বিকালে যুক্তি ও তথ্য উপস্থাপন করে শুনানিকালে রিটাির্নং অফিসার বিএনপির প্রার্থী হাজী মুজিবের মনোনয়ন পত্র গ্রহন করেছেন।
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগ থেকে দলীয়ভাবে মনোনতি হয়ে ২৮ নভেম্বর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সহকারী রিটার্নিং অফিসারের নিকট পৃথকভাবে মনোনয়ন পত্র জমা করেছিলেন। একই দিনে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে বিএনপির মনোনীত মনোনয়নপত্র জমা করেছিলেন বিএনপির প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। একই দিনে ইসলামী আন্দোলণ বাংলাদেশের প্রার্থী হিসেবে শ্রীমঙ্গল সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা করেছিলেন মাওলানা মো. সালাহ উদ্দীন। বিএনপির প্রার্থী হিসেবে কমলগঞ্জের মনোনয়ন পত্র জমা করেছিলেন বিএনপির প্রার্থী হাজী মুজিবের ছেলে মুঈদ আশিক চিশতী। অন্য দিকে একই দিনে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা করেছিলেন গণ ফোরাম প্রার্থী অ্যাড. শান্তি পদ ঘোষ।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ৪টি নির্বাচনী এলাকার মনোনয়ন পত্র বাছাইকালে মৌলভীবাজার-৪ আসনের বিএনপির প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করলে বাকী ৪ জনের মনোনয়ন পত্র গ্রহন করেছিলেন। বিএনপির প্রার্থী হাজী মুজিব হলফ নামায় মামলা সংক্রান্ত বিষয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার তার উপর ১৩ টি মামলার তথ্য উপস্থাপন করেন। এদিকে শ্রীমঙ্গল থানা থেকে জেলা রিটার্নিং অফিসারের কাছে তথ্য উপস্থাপন করা হয় দুই থানায় মোট ১৬টি মামলার আসামী হাজী মুজিব। এ বিষয়ে প্রার্থী হাজী মুজিব আপত্তি করলে বিকাল ৩টায় আবারও শুনানিকালে ১৬টি মামলার মধ্যে ৩টি মামলায় চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ায় তিনি হলফনামায় উপস্থাপন করেননি। তাই রিটার্নিং অফিসার বিএনপি প্রার্র্থী হাজী মুজিবের মনোনয়ন পত্র গ্রহন করেন।
হাজী মুজিব মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, আসলে উদ্দেশ্যমূলকভাবে তার মনোনয়ন পত্র বাতিলের অপেচষ্টা করেছিল একটি প্রভাবশালী পক্ষ। তিনি হলফনামায় সঠিকভাবে তথ্য উপস্থাপন করায় এ অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন। মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরে আলম বলেন, হলফনামায় একজন প্রার্থীর তথ্য বুঝার জন্য প্রথমে তার বিষয়ে স্থগিত করা হয়েছিল। সবশেষে মৌলভীবাজার-৪ আসনের সকল প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহন করা হয়েছে।