রাশিয়া খতিয়ে দেখবে মার্কিনিরা কি সত্যিই চাঁদে গিয়েছিল

মোঃ মহাসিন খান,স্টাফ রিপোর্টার//
১৯৬৯ সালের ২১ জুলাই মার্কিন নভোচারীরা সত্যিই চাঁদে পা রেখেছিলেন নাকি সেটা ধাপ্পাবাজি ছিল তা খতিয়ে দেখবে রাশিয়া। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোজোজিন এ কথা জানিয়েছেন।
দিমিত্রি রোজোজিন জানান, মানুষের চাঁদে পা রাখার ঘটনা ধাপ্পাবাজি ছিল কি-না পৃথিবীর স্যাটেলাইটে পরিদর্শন করলেই তার উত্তর পাওয়া যাবে।
৫০ বছর আগে মানুষের চাঁদে যাওয়ার বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। অনেকেই মনে করেন চাঁদে মার্কিনিদের পা রাখার ওই ঘটনা সাজানো ছিল। আবার কেউ কেউ মনে করেন সত্যিই চাঁদে পা রেখেছিল মানুষ।
এ বিষয়ে মজা করে রোজোজিন বলেন, আমরা একটা কাজ নির্ধারণ করেছি তা হলো, চাঁদে গিয়ে পরীক্ষা করে দেখবো তারা (মার্কিনিরা) গিয়েছিল কি-না।
তিনি বলেন, মার্কিনিরা বলে তারা সেখানে গিয়েছিল। আমরা এটি খতিয়ে দেখবো।