গৌরনদীতে আতিক মিয়ার নেতৃত্বে শহীদ শফিকুল ইসলাম বুলেটের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোকর‌্যালি

গৌরনদী প্রতিনিধি//
বিএনপি-জামায়াত জোটের স্থানীয় ক্যাডারদের নির্মম হামলায় নিহত বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শহীদ মোঃ শফিকুল ইসলাম বুলেটের ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার নেতৃত্বে এক বিরাট শোক র‌্যালি বের করা হয়েছে।
আজ সোমবার সকাল এগারোটায় বরিশাল-ঢাকা মহাসড়কে দক্ষিন পালরদী সেরনিয়াবাত ফিলিং স্টেশন
এর সামনে থেকে শুরু হয়ে শোক র‌্যালিটি উপজেলা সদরে প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কেন্দীয় শোক র‌্যালির সাথে একিভূত হয়।শোক র‌্যালিতে পাঁচ শতাধিক দলীয় নেতা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে।