বিএনপি-জামায়াত জোটের স্থানীয় ক্যাডারদের হামলায় নিহত গৌরনদীর ছাত্রলীগ নেতা বুলেটের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ

গৌরনদী প্রতিনিধি//
বিএনপি-জামায়াত জোটের স্থানীয় ক্যাডারদের নির্মম হামলায় নিহত বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শহীদ মোঃ শফিকুল ইসলাম বুলেটের ১৭তম শাহাদাৎ বার্ষিকী আজ সোমবার।
২০০১ সালে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতা গ্রহনের পর ওই বছরের ২০ নভেম্বর চারদলীয় জোটের স্থানীয় ক্যাডারদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। মুমুর্ষ অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২৬ নভেম্বর তিনি মৃত্যুবরন করেন। আজ (সোমবার) তার ১৭তম শাহাদাৎ বার্ষিকী।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ও গৌরনদী পৌর ছাত্রলীগের যৌথ উদ্যেগে আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ছাত্রলীগের দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় কালো ব্যাচ ধারন, সকাল ৯ টায় মরহুমের কবরে পূস্পার্ঘ অর্পন ও কবর জিয়ারত, বেলা ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় শোক র্যালি ও সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।