রাজনগরে অস্ত্রসহ ২ ডাকাত আটক

জয়নাল আবেদীন,কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি//
মৌলভীবাজারের রাজনগরে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শক্রবার গভীর রাত পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাজনগর থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও (চেলারচক) মৌলভীবাজার-সিলেট এশিয়া সড়ক এলাকা থেকে মশুরিয়া গ্রামের আঃ মালিক মিয়া ছেলে সাচ্চু মিয়া সাচন(২৯) ও দাসটিলা গ্রামের মৃত জাবিদ উল্যা ছেলে অচির আহমদ (৪২)সহ ২ ডাকাতকে আটক করা হয়। সাথে থাকা ১টি দেশীয় তৈরী সক্রিয় ওয়ান শুটার এলজি (পাইপগান), ১টি সবুজ রংয়ের ১২ (বার) বোর কার্তুজ, ১টি লাল খয়েরী রংয়ের ১২ (বার) বোর কার্তুজ ও ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ৩৫(ইঞ্চি) লম্বা রামদা উদ্ধার করা হয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ২ ডাকাতকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরোদ্ধে ২টি মামলা করা হয়েছে বলে অফিসার ইনচার্জ জানান।