সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
মুক্তির পর বক্স অফিসে দারুণ হিট ‘হাসিনা: এ ডটারস টেল’। দেশের চারটি প্রেক্ষাগৃহের প্রতিটি শো তে ৯০ ভাগ দর্শক নিয়ে বাংলাদেশের ইতিহাসের প্রথম বক্স অফিস হিট ডকু ড্রামা এটি। বর্তমানে সারা দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তির অপেক্ষায় আছে ডকু ড্রামাটি। শুক্রবার থেকে একযোগে ঢাকা ও চট্টগ্রামের বাহিরের এই সিনেমা হলগুলোতে মুক্তি পাবে ‘হাসিনা: এ ডটারস টেল’।
‘আমরা এতটা আশা করিনি। আসলে একটা চলচ্চিত্র তৈরি করেও কেউ এতটা আশা করে না। সেখানে এটা ছিল ডকুমেন্টারি। কিন্তু দিন শেষে বলতেই হচ্ছে আমাদের কল্পনাকেও হার মানিয়েছে ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকু ড্রামা।’- কথাগুলো বলছিলেন ডকু ড্রামাটির পরিবেশক গাউসুল আজম শাওন। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামের ৪টি প্রেক্ষাগৃহে একযোগে এই ডকুড্রামার শো চলছে এবং এখন পর্যন্ত কোন শো তে ৯০ ভাগের কর্ম দর্শক ছিলো না।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস এবং মধুমিতায় ঘুরে এসে দেখা যায়, এখনো এই ডকুমেন্টারি দেখার জন্য টিকেট কিনছে দর্শক। এদের মধ্যে ৮০ ঊর্ধ্ব বয়সের ব্যক্তিরাও রয়েছেন আবার রয়েছেন ১৩-১৫ বছরের কিশোর। কেন সিনেমা দেখতে এসেছেন জানতে চাইলে সকলেই বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে এসেছি।
গাউসুল আজম শাওনও একই কথা বললেন, আসলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ১৯৭৫ সালের পর কিভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা। আর সে কারণেই সারা দেশে এই ডকু ড্রামা সারা ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুরোধ করা হচ্ছে চলচ্চিত্রটি স্থানীয় হলে পরিবেশনের জন্য। শুক্রবার সারা দেশে আরো ৩৫টি হলে মুক্তি পাবে এই ডকুড্রামা।
সারা দেশে ৩৫টি হলে কেন মুক্তি পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এই ডকুমেন্টারি ভাল হলগুলোতে প্রচারের চেষ্টা করছি আমরা। যেমন খুলনার লিবার্টি সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের নিউ মেট্রো হল বা ময়মনসিংহের ছায়াবানীতে। সারা দেশে ডকুমেন্টারিটির দর্শক জনপ্রিয়তা থাকলেও ভালো সাউন্ড সিস্টেম না থাকায় এখনই সারা দেশে প্রচার করা হচ্ছে না।
ডকু ড্রামার পরিবেশক হিসেবে কতটা সফল জানতে চাইলে তিনি বলেন, আগেই বলেছি, এটা কল্পনার থেকেও বেশি সফল। লুঙ্গি পরে মানুষজন সিনেমা দেখতে আসছে। নিজে আসছে, বাচ্চাদেরও সাথে নিয়ে আসছে। ৮০-৮৫ বছরের বৃদ্ধ হলে আসছে ডকু ড্রামা দেখার জন্য। সকল শ্রেণীর পাঠকের কাছে পৌছাতে পারছি আমরা। সবচাইতে অবাক করা বিষয় হল- বেশ কয়েকজনকে দেখেছি কয়েকবার করে ডকু ড্রামাটি দেখেছেন। জিজ্ঞাসা করেছিলাম তাদের কাছে- কেনো দেখছেন। উত্তরে বলেছে- শেখ হাসিনার মুখ থেকে তার জীবনের কথা শুনছি। এর আগে কখনও এত কাছ থেকে ইতিহাসের সাক্ষী হবার সুযোগ ছিলো না।
আগামী এক সপ্তাহে সারা দেশের ৩৫টি সিনেমা হলে ‘হাসিনা: এ ডটারস টেল’ পরিবেশন করা হবে। এরপর কি হবে জানতে চাইলে গাউসুল আজম শাওন বলেন, আমরা আগামী এক সপ্তাহ সারা দেশে ডকু ড্রামার প্রদর্শন শেষে তার ফলাফল অনুসারে পরবর্তীতে কি করা হবে তার সিদ্ধান্ত নিব। দর্শকের কাছে এরপরও চলচ্চিত্রটির চাহিদা থাকলে আরো কিছুদিন হলে চলবে।