বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ও গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন খানের ১ম মৃত্যু বার্ষিকী আজ

গৌরনদী প্রতিনিধি//
আজ শুক্রবার বরিশালের গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা এবং উপজেলার মাহিলাড়া গ্রামের বাসিন্ধা মোঃ লোকমান হোসেন খানের প্রথম মৃত্যু বার্ষিকী। গত বছরের এইদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এক সময়ে তিনি বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি বরিশাল-১ আসনের জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির চেয়ারম্যান, পূর্নমন্ত্রী এবং বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এলাকাবাসীর প্রিয় এ রাজনীতিবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর দুপুর ২টার দিকে মারা যান। দুই ছেলের মধ্যে তার ছোট ছেলে মেজর আদনান নবীন খান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তার একমাত্র মেয়ে তোহিদা খান খুশবু বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির সাবেক সংবাদ পাঠিকা।