পৃথক সড়ক দুর্ঘটনায় মাগুরায় নিহত ২

দেবাশীষ সাহা দেবা,ক্রাইম রিপোর্টার//
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া-মাগুরা সড়কে আজ সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার সিরিজদিয়া গ্রামের সাহিদুল ইসলামের ছেলে শিপন বিশ্বাস (১৭) ও একই উপজেলার পুখুরিয়া গ্রামের মোমরেজ মোল্যার ছেলে আনিস মোল্যা (৪৫)।
মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার আলোকদিয়া এলাকার একটি ইটভাটা থেকে ইটবোঝায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি নিয়ে মাগুরা শহরের দিকে যাচ্ছিল শিপন। পথিমধ্যে বগিয়া স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।
অপর দিকে পুখুরিয়া গ্রামে রামনগর গামী শ্যালো ইঞ্জিন চালিত একটি নসিমন সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আনিস মোল্যা আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে আনিসের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।