তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়…………কণ্ঠশিল্পী আব্দুল জব্বার না ফেরার দেশে

মুহম্মদ আহছান উল্লাহ // এস এম রহমান হান্নান //         

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কিংবদন্তী সংগীত শিল্পী আবদুল জব্বার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩০ আগস্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ)তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
২৬ আগস্ট রাত থেকেই তিনি (আবদুল জব্বার ) লাইফ সাপোর্টে ছিলেন । তার খাওয়া-দাওয়া বন্ধ ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান বলেছিলেন, শনিবার রাত থেকেই আবদুল জব্বার সংজ্ঞাহীন হয়ে কোমায় আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার রক্তচাপ দ্রতই নেমে যাচ্ছে। তার অবস্থা একদমই ভালো নয়।
গত ৩১ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রধানমন্ত্রী ও বিভিন ব্যক্তি এবংœ বেসরকারি প্রতিষ্ঠান তাঁকে আর্থিক সহায়তা দিয়েছেন।
অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়ে আব্দুল জব্বার এখনও সকলের হৃদয়ে জায়গা করে আছেন। পাকিস্থান আমলে বাংলা চলচ্চিত্রে তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয’, ‘পিচ ঢালা এ পথটারে ভালবেসেছি’, ও রে নীল দরিয়া, ‘আমায় দে রে দে ছাড়িয়া’ এমন অনেক হৃদয়গ্রাসী গান আজও মানুষের বাস্তব জীবনের সস্তিতে অকুন্ঠ ভালোবাসা হৃদয়জুরে…।
মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে অসামান্য ভূমিকা রেখেছেন । বাংলা বাংলার জয়’সহ অসংখ্য গানে কণ্ঠ দিয়ে তিনি বাংলাদেশের সংগীত ভুবনের এক কালজয়ী ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়ে থাকবেন সংবেদনশীল সঙ্গীত প্রিয় মানব আত্মায়। সালাম তোমাকে কালজয়ী আব্দুল জব্বার ।