ভারতে অস্ত্র গুদামে বিস্ফোরণ-নিহত ৭, আহত ১৯

অমিত কাঞ্জিলাল,স্টাফ রিপোর্টার//
ভারতে মহারাষ্ট্র রাজ্যের একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ১৯ জন।
আজ সকালে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ের অস্ত্র গুদামে এই বিস্ফোরণ হয়।
ভারতীয় সেনা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে ওই অস্ত্রভাণ্ডারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
অস্ত্রভাণ্ডারের বাইরে একটি মাঠে পুরনো বোমা নিষ্ক্রিয় করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। এ সময় গোটা এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে । এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।