পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন চান সাদী

পিরোজপুর প্রতিনিধি//
পিরোজপুর-১ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী খালেদা জিয়ার সাবেক বিদেশ বিষয়ক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদীরপক্ষে মনোয়নয়ন ফরম ক্রয় করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বৃহস্পতিবার ফরম ক্রয় করে শুক্রবার জমা দেওয়া হয়।
জাহিদ সরদার টেলিফোনে বলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আছে। সেজন্য দেশে ফিরতে পারছি না। মামলায় জামিন নেওয়ার চেষ্টাচলছে। আশা করি, শিগগিরই দেশে ফিরে দলের জন্য কাজ করতে পারব।
উল্লেখ্য, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জাহিদ এফ সরদার সাদী তার ফুফাতো ভাই কমরেড সিরাজ সিকদারকে খুনের অভিযোগে শেখমুজিবুর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন। সেদিন তিনি শেখ মুজিবুর রহমানের ফাঁসিও দাবি করেন। আর এ নিয়ে দেশে-বিদেশে শুরুহয় তুমুল আলোচনা-সমালোচনা। এ জন্য তার বিরুদ্ধে সে সময় দেশদ্রোহিতার মামলা করে আওয়ামী লীগের এক নেতা। ওই মামলার অপরআসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাদী আরও বলেন, আমি দীর্ঘদিন যাবত প্রবাসে বিএনপির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমোতাবেক কাজ করছি।
মনোনয়ন পেলে বিজয়ী হতে পারবেন কি না জানতে চাইলে তারেক রহমানের ঘনিষ্ঠ এই হেভিওয়েট নেতা বলেন, দীর্ঘদিন দেশের বাইরেথেকে দলের জন্য কাজ করছি। মনোনয়ন পেলে অবশ্যই বিজয়ী হব। তবে আমি যদি মনোনয়ন নাও পাই ২০ দলীয় জোট যাকে মনোনয়নদেবে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করে আনব।
নিজের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন বর্ণনা করতে গিয়ে জাহিদ এফ সরদার সাদী বলেন, বিএনপির দুঃসময়ে ডিপ্লোমাটিক ইস্যুগুলোতেআমেরিকার প্রশাসন, জাতিসংঘসহ প্রবাসের কূটনৈতিক মহলে দেশ এবং দলের জন্য কাজ করে যাচ্ছি।
জিয়া পরিবারের কাছের মানুষ জাহিদ এফ সরকার সাদী প্রবাসে থাকাকালীন কখনও দেশ, দেশের মানুষকে ভুলে থাকতে পারেননি।
তিনি বলেন, ‘পিরোজপুর আমার ও মায়ের জন্মভূমি, গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রকৃত উন্নয়নের বিপ্লব ঘটিয়েপিরোজপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’
পিরোজপুরের স্বনামধন্য মরহুম আবদুস সালাম তালুকদারের দৌহিত্র জাহিদ এফ সরদার সাদীর পিতা সাবেক সচিব মরহুম আজহার আলীসরদার বিভাগীয় ও প্রসাশনের বিভিন্ন উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করেন।
এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপিরসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার হোসেন।
এ ছাড়া ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সাবেক এমপি যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোটছেলে বর্তমানে পিরোজপুর-২ আসনের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীও এ আসন থেকে মনোনয়ন চান।