তারেকের কার্যক্রম বিধি লঙ্ঘন নয়-ইসি সচিব

মোঃ শাহাদাত হোসাইন,স্টাফ রিপোর্টার//
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিক মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন ইসির সচিব হেলালুদ্দীন আহমদ। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনর (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনারসহ ইসি সচিব উপস্থিত ছিলেন।
ইসি সচিব বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে তারেকের স্কাইপ আলোচনার বিষয়ে দায়ের করা অভিযোগ নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। তাতে কমিশন সিদ্ধান্তে এসেছে এটি আচরণবিধি লঙ্ঘন করে না। তিনি (তারেক রহমান) যেহুতু দেশে নেই তাই নির্বাচনী আচরণবিধির আওতায় তিনি পড়বেন না।’
তারেক রহমান স্কাইপে নির্বাচনী চালাতে পারবেন কি না এমন প্রশ্নে উত্তরে সচিব বলেন, ‘এই বিষয়ে নির্বাচনে কমিশনরে কিছু করার নেই।’
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ১৪ নভেম্বর সংঘর্ষের ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ বলে অবিহিত করেছেন নির্বাচন কমিশন সচিব। তিনি বলেন, ‘নয়া পল্টনের ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। গতকাল পুলিশ আমাদের প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের ভিডিও, স্থিরচিত্র, অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে কমিশন সভা মনে করে এটা ফৌজদারি অপরাধ।’