রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
তামিম ইকবালের সাকিব আল হাসানের আগেই মাঠে ফেরার কথা ছিল । সে লক্ষ্যে পুরো দস্তুর অনুশীলনও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু অনুশীলনের মাঝেই আবার পাঁজরে চোট পাওয়ায় বিলম্বিত হয়ে যায় তার ফেরা। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে।
এ সময়টায় পাঁজরের চোটে এমনিতেও অনুশীলন করতে পারবেন না তামিম। তাই মাঝের সময়টা ভালোভাবে কাজে লাগাতে শনিবার রাতে পবিত্র ওমরাহ্‌ হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে ২০১৫ ও ২০১৬ সালেও ওমরাহ্‌ পালন করেছেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য এক সুত্র এবারের ওমরাহতে তিনদিন সময় লাগবে তামিমের। যার মানে দাঁড়ায় আগামী ২০ তারিখ রাতেই দেশে ফিরে আসতে পারবেন তামিম।