মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১৩ জন

জয়নাল আবেদীন,মৌলভীবাজার প্রতিনিধি//
মৌলভীবাজার-১ আসন (বড়লেখা ও জুড়ী) থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীসহ ১৩ নেতা।
জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহের পর পূরণ করে ১২জন বিএনপির নেতা জমা দিলেও সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরী জমা আজও জমা দেননি। কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন মিটু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও সহ-সভাপতি আমেরিকা প্রবাসী দারাদ আহমদ।
সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, কাতার প্রবাসী বিএনপি নেতা লোকমান আহমদ।