গৌরনদী মডেল থানার নবাগত ওসির সাথে গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়

গৌরনদী প্রতিনিধি//
নবগঠিত বরিশালের গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সরোয়ারের সাথে সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় দেশ ও জাতির কল্যানে নিবেদিত থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার জন্য নবাগত ওসি মোঃ গোলাম সরোয়ার নবগঠিত গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের প্রতি আহবান জানান।
গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ ও সাধারন সম্পাদক মোনাসেফ মামুনের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টায় মডেল থানার ওসির কক্ষে ওই ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সরদার মোঃ মনিরুজ্জামান, মুহাম্মদ শাহিন, মোঃ মহসিন খান, সহ-সাধারন সম্পাদক মোঃ ফারহান হোসেন নান্নু, আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর আহাম্মেদ মাইটি, কোষাধ্যক্ষ মোঃ লিটন খান, দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন, সহ-দপ্তর সম্পাদক জান্নাত আরা রাখি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান মুন্না, মহিলা বিষয়ক সম্পাদক সিনথিয়া ঘরামী, নির্বাহী সদস্য সোহাগ দাস, ফেরদৌস আরা রিতু প্রমুখ।