বি.এন.পির শতাধিক নেতাকর্মির আওয়ামীলীগে যোগদান

গৌরনদী প্রতিনিধি//
আজ শুক্রবার সন্ধ্যায় গৌরনদী বাস স্ট্যান্ড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্তরে উপজেলা বি.এন.পি নেতা সাবেক পৌর কমিশনার হাকিম খান ও অধ্যক্ষ ছালাম কাজী এর নেতৃত্বে শতাধিক নেতা কর্মির আওয়ামীলীগে যোগদান।
গৌরনদী বাস স্ট্যান্ড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্তরে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এইচ.এম জয়নাল হাওলাদার ও সাধারন সম্পাদক হারিছুর রহমানের হাতে ফুল দিয়ে উপজেলা বি.এন.পি নেতা সাবেক পৌর কমিশনার হাকিম খান, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ পৌর বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম কাজী, রুবেল খান, আকবার খান, রুস্তম খান, ইউনুস খান, মামুন, রাবিব, আল-আমিন, নয়ন সহ বি.এন.পি, যুবদল, ছাত্রদলের শতাধিক নেতা কর্মি আওয়ামীলীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী ছালাম, তিনি বলেন বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষা খাত থেকে শুরু করে উন্নয়নের ধারা দেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগে যোগদান করলাম, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী লক্ষে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করবো। উপজেলা বি.এন.পি নেতা সাবেক পৌর কমিশনার হাকিম খান বলেন বাংলাদেশে আওয়ামীলীগের উন্নয়নের জোয়ার দেখে আওয়ামীলীগে যোগদান করলাম। যোগদান অনুষ্ঠান শেষে সদ্য যোগদান কৃত নেতাকর্মিদের নিয়ে মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে নৌকা সমর্থনে মিছিল হয়।