জাতীয় কবি পরিষদ এর জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার//
জাতীয় কবি পরিষদ (জাকপ) এর জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হয় গতকাল ১৫ই নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ০২ টায় রাত ১১টা পর্যন্ত বিশ্বসাহিত্যকেন্দ্রের ২ য় তলার ভিআইপি হল রুমে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি লেখক আবৃত্তিকার, ছড়াকার ও গায়ক গায়িকা ।
প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুন , প্রধান আলোচক জাতিয়সত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা , আলোচক কবি ড. মোহাম্মাদ সাদিক , কবি শ্যামসুন্দর শিকদার ।উদ্বোধক করেন কবি ছড়াকার আসলাম সানী এবং সভা প্রধান ছিলেন কবি টিপু রহমান প্রতিষ্ঠাতা পরিচালক জাতীয় কবি পরিষদ ( জাকপ )।
অনুষ্ঠানসূচীতে পর্বে থাকে ।
পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটকপাঠ।জাতীয় সংগীত এবং প্রধান অতিথি দ্বারা অনুষ্ঠান উদ্বোধন। জাতীয় কবি পরিষদ (জাকপ) এর সাংগঠনিক বক্তব্য পেশ।কবিতা আবৃত্তি।সংগীত, কৌতুক,নৃত্য,ম্যাজিক প্রদর্শন।লেখকশ্রেণীর নিজস্ব ভবন দাবি নিয়ে আলোচনা।কবি লেখক আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মাঝে জাকপ উত্তরীয় প্রদান।অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য।অতিথিদের ফুল দিয়ে বরণ।সাহিত্যে অবদান রাখার জন্য অতিথিদের বিশেষ জাকপ সম্মাননা ক্রেস্ট প্রদান।নির্বাচিত সাপ্তাহিক এবং মাসিক কবিদের সনদ প্রদান।জাকপ সেরা পাঠকদের সনদ প্রদান।জাতীয় কবি পরিষদ (জাকপ) এর নির্বাচিত এডমিন ও মোডারেটরদের সম্মাননা প্রদান।গুণীজনদের সম্মাননা প্রদান।সমমনা ভ্রাতিপ্রতিম সংগঠনকে জাকপ সম্মাননা প্রদান।সে সাথে কবি ও সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় প্রবাসী কবি দিদার সরদার ( আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ) কে এবং তাঁর অনুপস্থিতিতে সম্মাননা গ্রহন করেন খন্দকার আনোয়ারুল ইসলাম – প্রতিষ্ঠাতা পরিচালক সুষম নাট্য সম্প্রদায় , নাট্য নির্মাতা , মঞ্চ ও টিভি নাট্যকার এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন অন্যতম সদস্য খন্দকার আনোয়ারুল ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান।জাকপের জন্মদিন এর শুভেচ্ছা গ্রহন এবং কেক কাটা।সবার জন্য সার্বক্ষণিক চা, ও রাতের খাবারের প্যাকেট মোরগ পোলাও বিতরণ। সভাপতির বক্তব্য এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয় ।