মাইনরিটি রাইটস্ ফোরাম গৌরনদী শাখার দপ্তর সম্পাদক ডাঃ ডেভিড দিলীপ চ্যাটার্জী আর নেই

গৌরনদী প্রতিনিধি//
মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশ ট্রাষ্ট এর বরিশালের গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক ডাঃ ডেভিড দিলীপ চ্যাটার্জী (৬৮) আর নেই। রোববার রাত ১০টার দিকে উপজেলার ধূরিয়াইল গ্রামের নিজ বাড়িতে বসে হটাৎ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। এ সময় তিনি স্ত্রী ও ১ ছেলে, ২ নাতিসহ অসংখ্য তাতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলার ধূরিয়াইল ক্যাথলিক চার্চে মিশা অনুষ্ঠান শেষে তার লাশ উপজেলার ধুরিয়াইল গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
তার ইহলোক ত্যাগে গভীর শোক প্রকাশ করেছেন মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশ ট্রাষ্ট এর কে›ন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্র। সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট উৎপল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী, বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট অনিল চন্দ্র দে, সাধারন সম্পাদক রণজিৎ দত্ত, গৌরনদী উপজেলা শাখার সভাপতি সুদিপ্ত অধিকারী, সাধারন সম্পাদক পেমানন্দ ঘরামী, গৌরনদী পৌর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা চক্রবর্ত্তী নিতাই লাল, সাধারন সম্পাদক রাজা রাম সাহা, সাংগঠনিক সম্পাদক উত্তম দাস প্রমূখ। নেতৃবৃন্দগন প্রয়াত দিলীপ চ্যাটার্জীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।