স্বরূপকাঠিতে কুখ্যাত ডাকাত আতিককে গ্রেফতার করেছে পুলিশ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে চুরি,ডাকাতি,দস্যুতা,নারী ও শিশু নির্যাতন মামলাসহ ৬ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার কুখ্যাত ডাকাত আতিকুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ কে এম তারিকুল ইসলাম ও ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ আতিককে উপজেলার সাগরকান্দা বাজার এলাকা থেকে আটক করে। এ ব্যাপারে অফিসার ইন চার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, আতিক চুরি,ডাকাতি,দস্যুতা,নারী ও শিশু নির্যাতন মামলাসহ ৬ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং একটি ডাকাতি মামলায় সে ইতিমধ্যে ১০ বছর সাজা ভোগ করেছে। পুলিশ আসামীকে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছে। আতিক উপজেলার সমুদয়কাঠির ইউনিয়নের সাগরকান্দা গ্রামের মো. আমির হোসেনের ছেলে।