স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ইউএনও আবু সাইদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ওই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আবু সাইদ, সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাখাওয়াত হোসেন, সাবেক কমান্ডার মো. মজিবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন হালদার, বীর মুক্তিযোদ্ধা সুনীল দে ও বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম প্রমুখ।