অমিত কাঞ্জিলাল,স্টাফ রিপোর্টার//
পারমাণবিক নিরস্ত্রীকরণকে ত্বরান্বিত করতে আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য মার্কিন- উত্তর কোরিয়া বৈঠক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় পক্ষ থেকে বুধবার এমন তথ্য জানানো হয়েছে । তবে এ বৈঠক স্থগিত হওয়ার কারণে পারমাণবিক নিরস্ত্রীকরণ উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সম্মেলন আয়োজনে কোন প্রভাব পড়বে না বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার দেয়া এক বিবৃতিতে বলা হয়, এই বৈঠকের আয়োজনের পরবর্তী সময় আমাদের শ্রদ্ধেয় কর্মকর্তারা যখন চান সেই অনুযায়ী পুনঃনির্ধারিত হবে।
পারমাণবিক পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চলমান বৈঠক চলবে। গত জুনে সিংগাপুরে প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প এবং কিম জং উন যে চুক্তি করেছে তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।
এ দিকে এ বৈঠক স্থগিত হওয়ায় চিন্তিত নয় দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কিম ইউই কিউম জানান, আমরা বিশ্বাস করি না যে এই বৈঠক স্থগিত হওয়া মানে উত্তর কোরিয়া এবং মার্কিন সম্মেলন হবেনা অথবা এটি হওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা এই বৈঠক স্থগিত হওয়াকে দুঃখজনক বলে অভিহিত করেছেন । তবে এ নিয়ে চিন্তা করতে নারাজ তিনি। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন , আমার মনে হয় এই প্রক্রিয়াকে আমাদের সম্পূর্ণ রূপে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং ওই অঞ্চলে শান্তি ফেরানোর অংশ হিসেবে দেখা উচিত।