অনলাইন ডেস্ক//
ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান।
অভিনয়ে ফিরেই ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের কাজ শেষ করে ফেলেছেন সারিকা। এটি রচনা করেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করছেন সকাল আহমেদ। আগামী ভালোবাসা দিবসের জন্য তৈরি হয়েছে নাটকটি। এই নাটকে সারিকার বিপরীতে আছেন আব্দুন নূর সজল।
তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল গত ১ আগস্ট থেকে। মাঝখানে তিনি একবার ফেসবুকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। এরপর অক্টোবরের মাঝামাঝি ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর তিনি ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে টেলিপ্যাব। বিচার-বিশ্লেষণ করে তারা গত ২৫ অক্টোবর সারিকার ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে কমিয়ে আনে।