কমলগঞ্জে দীন নাথ স্মৃতি একাডেমীর মেধা বৃত্তি পরীক্ষা

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর দীন নাথ স্মৃতি একাডেমীর মেধা বৃত্তি পরীক্ষা মঙ্গলবার সকাল ১০ টায় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে হয়। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন স্কুলের ১৫৮ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেন।
জানা যায়, মণিপুরী সংস্কৃতির অস্তিত্ব সংকটের সময়ে শেকড় চেতনায় উদ্দীপ্ত এক মহান পুরুষ দীন নাথ সিংহ। ১৯১০ সালের ১৬ এপ্রিল উপজেলার তিলক পুর গ্রামে তার জন্ম। পরাধীন ভারতীয় উপমহাদেশে একজন স্বাধীন চেতা সংগ্রামী, চিন্তাবিদ ও সমাজকর্মী ছিলেন তিনি। ইতিহাস খ্যাত ভানুবিলের কৃষক বিদ্রোহের সময় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ১৯৬০ সালে পাকিস্থান ক্ষত্রিয় মনিপুরী শান্তিরক্ষা কমিটি গঠন করে পূর্ব পাকিস্থান গভর্ণর এম মোনায়েম খানের সাথে আলোচনায় বসে পাকিস্থান সেন্সাসে মনিপুরীদের আলাদা জাতিস্বত্তা হিসাবে পরিচয় লাভের গৌরব এনে দেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের একজন উপদেষ্টা হিসাবে নিযুক্ত থাকার সুবাদে মণিপুরী তাঁত শিল্পের উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, মণিপুরী নৃত্যকলার উন্নয়নের জন্য ললিতকলা একাডেমী স্থাপন, বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্টানে মনিপুরীদের জন্য আলাদা কৌটা প্রচলন, সামরিক-আধা সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীতে মনিপুরীদের ভর্তির সুযোগ, বেতার ও টেলিভিশনে মনিপুরীদের সংস্কৃতির প্রচারের সুযোগ সৃষ্টিসহ মনিপুরীজাতীর কল্যানে বিভিন্ন জনহিতকর দাবী আদায়ে তার ছিল উল্লেখ যোগ্য ভূমিকা।
১৯৮৫ সালের ৭ই মে এই কিংবদন্তি মহাত্মার জীবনাবসান ঘটে। তারই স্মৃতি রক্ষার্থে ১৯৯৯ সালে গঠিত হয় তিলকপুর দীন নাথ সিংহ স্মৃতি একাডেমি। ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি এই একাডেমিটি পরিচালনা করছে। এই একডেমীর মাধ্যমেই ১৬ বছর ধরে অনুষ্টিত হচ্ছে এই মেধা বৃত্তি পরীক্ষা।