প্রধানমন্ত্রীকে গায়েবি মামলার তালিকা বিএনপির

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেয়া হয়েছে তার একটি তালিকা জমা দেয়া হয়েছে।
আজ বেলা ১১টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এ তালিকা জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আংশিক ওই নামের তালিকায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে। প্রধানমন্ত্রী গায়েবি ও মিথ্যা মামলার তালিকা দেয়ার জন্য বলেছেন। সেজন্য আমরা তালিকা তৈরি করে আজ তার কার্যালয়ে জমা দিয়েছি বলে জানান প্রতিনিধি দলের সদস্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তালিকার সঙ্গে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংলাপে প্রধানমন্ত্রী তালিকা দিতে বলায় আমরা মামলার আংশিক তালিকা পাঠালাম। এসব মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং মামলা প্রত্যাহারের অনুরোধ করা হলো। পরবর্তীতে আবারো তালিকা পাঠানো হবে।