গৌরনদীতে একটি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এবতেদায়ী ও দাখিলের ১০ বস্তা সরকারি বই কেজী দরে বিক্রির অভিযোগ

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুস সাত্তারের বিরুদ্ধে ওই মাদ্রাসার এবতেদায়ী ও দাখিল স্তরের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ন্যাশনাল কারিকুলাম ও টেক্সবুক বোর্ড (এন.সি.টি.বি) থেকে পাওয়া ১০বস্তা সরকারি বই কেজী দরে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া লিখিত অভিযোগে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ এনামূল হক, মোঃ টুকু মল্লিক, মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার, মোঃ তফিকুল ইসলাম জানান, ওই মাদ্রাসার ছাত্র, ছাত্রীদের মধ্যে জানুয়ারী মাসে সরকারি বই বিতরণ না করে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুস সাত্তার কাউকে না জানিয়ে গত ৩ নভেম্বর মাদ্রাসার এবতেদায়ী ও দাখিল স্তরের ১০বস্তা সরকারি বই কেজী দরে বিক্রি করে দিয়েছেন। আবেদনে তারা আরো উল্লেখ করেন সুপারের দুর্নীতি থেকে মাদ্রাসা যাতে রক্ষা পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন তার সু ব্যাবস্থা করেন। ম্যানেজিং কমিটির ওই অভিযোগের স্বাক্ষী হয়েছেন মাদ্রাসার সহকারী শিক্ষক এ.কে.এম ফজলুর রশীদ. কাজী জাহাঙ্গীর হোসেন, মোঃ শাহ আলম ও মোঃ মহিউদ্দিন আহাম্মেদ।
আবেদনটি পাওয়ার পর গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন গতকাল মঙ্গলবারই বিয়ষটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুস সাত্তার বলেন, এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমি কোন বই বিক্রি করিনি। ছাত্র ছাত্রীদের মধ্যে বই বিতরণের প্রমান মাদ্রাসার রেজিষ্ঠার খাতায় রয়েছে।