কমলগঞ্জে ছাত্র ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শমশেরনগরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে টিপিন বক্স দেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশাইদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টিফিন বক্স বিতরণ করেন সিলেট বিভাগের শ্রেষ্ট বিদোৎসাহী কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক (বাবুল), মোচ্ছামৎ কুলছুমা বেগম।
আলোচনা শেষে প্রধান অতিথি কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদের উদ্যোগে এ বিদ্যালযের ৩য় ও ৪র্থ শ্রেনিল ১৫০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।