নাজিরপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলো কক্সবাজারের মহেষখালী উপজেলার বাড়ীয়াপাড়া গ্রামের আবুু তাহেরের মেয়ে আয়েশা আক্তার (৩৩) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুনিরাবাদ গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. মাসুম বেপারী (৩৬)। আদালত আয়েশা আক্তারকে ১০ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড এবং মো. মাসুম বেপারীকে ১২ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেন। রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ ডিসেম্বর সকালে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের টেম্পু স্ট্যান্ডে অভিযান চালিয়ে পুলিশ আয়েশা আক্তার ও মো. মাসুম বেপারীকে গ্রেপ্তার করে । এ সময় আয়েশা আক্তারের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মো. মাসুম বেপারীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অনুপ কুমার মন্ডল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় আয়েশা আক্তার, মো. মাসুম ও আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন আকনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন।