স্বরূপকাঠিতে অসহায় ও দূঃস্থদের মাঝে ছাত্রলীগের কাপড় বিতরন

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ঈদুল আযহা উপলক্ষে দুই শতাধীক অসহায় ও দূঃস্থ ব্যাক্তিদের মাঝে কাপড় (শাড়ি লুঙ্গি) বিতরন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখার পক্ষ থেকে দেয়া ওই কাপড় বিতরনে সার্বিক তত্বাবধানে ছিলেন স্বরূপকাঠি উপজেলা ও পৌর ছাত্রলীগ। গতকাল রোববার সকালে জগন্নাথকাঠি বন্দরস্থ পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাপড় বিতরন করেন উপজেলা যুবলীগ নেতা মো. শহিদুল ইসলাম রিপন। এসময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. আবুল বাশার, কাতার ছাত্রলীগের সভাপতি পারভেজ খান দিপু, পৌর ছাত্রলীগের সম্পাদক রিয়াজ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বনি রেজা, সহ সভাপতি শ্যামল দত্ত, সহ সভাপতি সায়মন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সজিব প্রমুখ।