কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ (মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ড. মো: আব্দুস শহীদ এমপি।
জানা যায়, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ৭১ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে গুঞ্জরকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ, ৬৫ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ, শ্রীসূর্য্য রথেরটিলা এলাকায় ৩৫ লক্ষ টাকা ব্যয় গ্রামীণ মাটির রাস্তাসমূহ, ৬ কোটি ব্যয়ে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকার বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্প ও শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় পতনউষার উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন ও পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ একাডেমি ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টায় ২৫ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ব্রাহ্মণঊষার-কেওলার হাওড় নবনির্মিত পাকা সড়ক, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, মুন্সীবাজার ইউনিয়নের উত্তর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও সন্ধার পর আলীনগর ইউনিয়নের যোগীবিল, লাংলিয়া ও সুনছড়া এলাকায় নতুন স্থাপিত ৮ দশমিক ২৪৩ কিলোমিটার বিদ্যুৎ লাইনের আওতায় ৪৬৭টি পরিবারকে ১ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিডি) মো. জাহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনর্চাজ অরুপ কুমার চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।