স্বরূপকাঠিতে ইউপি সদস্যা ও সচিবদের প্রশিক্ষণ

 

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরের স্বরূপকাঠির ১০টি ইউনিয়নের সকল মহিলা সদস্য এবং সচিবদের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতায়ন বিষয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপ-পরিচালক (স্থানীয় সরকার) পিরোজপুর জনাব কাজী মোতাহার হোসেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ মুখ্য প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন। ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অধিকতর দক্ষতা অর্জন এবং ইউনিয়ন পরিষদে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ও জোরালো ভূমিকা পালনে সক্ষম অর্জনের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে জনমুখি প্রতিষ্ঠানে পরিণত করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানা গেছে।