গৌরনদী প্রতিনিধি//
বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, যুবঋন, সনদপত্র ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে উৎসব মূখর পরিবেশে জাতীয় যুব দিবস ২০১৮ পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালি শেষে গতকাল বেলা ১১টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে উপজেলার শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার এস,এম ফরিদ উদ্দিন আহাম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খালেদা খানম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মরিয়ম বেগম, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান অফিসার খান সামচুল হক, যুব সংগঠক সাঈদ বীন ভূইয়া পান্নু, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম, সাবেক সাধারন সম্পাদক এস,এম জুলফিকার,সবুজ বাংলা ডটকম এর প্রকাশক আব্দুল্লাহ আল নোমান।
পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক রাজা রাম সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় গনসংযোগ কর্মকর্তা আব্দুস সালেক মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসের কম্পিউটার প্রশিক্ষক বিথি রানী সাহা, ন্যাশনাল সার্ভিস কর্মী মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দগন প্রশিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের মধ্যে ঋনের চেক, যুব প্রশিক্ষন কোর্স সমাপ্তকারী বেকার যুবকদের মধ্যে সনদপত্র. ফলদ-বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করেন।