বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালকের গৌরনদীর সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং

গৌরনদী প্রতিনিধি//
বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদেরকে অবহিত করতে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং করেছেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজম।
ব্রিফিংকালে তিনি বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরন, টেকসই উন্নয়ন লক্ষ্য সমূহ (এসডিজি) অর্জন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ ব্রান্ডিং বিষয়ে আলোচনা সভার বিষয়বস্তু সম্পর্কেও গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদেরকে অবহিত করেন।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, এস.এম জুলফিকার।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের অফিস সহকারী আসাদুছ ছোবাহান, বিভাগীয় তথ্য অফিসের ঘোষক মোঃ ইউনুস, সাইন অপারেটর মোঃ হুমায়ুন কবির, গৌরনদী প্রেসক্লাবের সহ সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক সহ সম্পাদক নারগিস সুলতানা, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা, সবুজ বাংলা ডটকম এর প্রকাশক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।