আফগানিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২৬

মোঃ শাহাদাত হোসাইন,স্টাফ রিপোর্টার//
আফগানিস্তানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। জানা গেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়।
ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, দু’টি হেলিকপ্টার প্রতিবেশী হেরাত প্রদেশের দিকে যাচ্ছিল। তার মধ্যে একটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এক পর্যায়ে বিধ্বস্ত হয়।
জানা গেছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে আফগান সামরিক বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ডেপুটি কোর কমান্ডার এবং ফারাহ প্রাদেশিক পরিষদের প্রধান ছিলেন।
নাসের মেহরি আরো বলেন, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন, তারা হেলিকপ্টারটিকে ভূপাতিত করেছেন। যদি, তার এ দাবির পক্ষে এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি।