মুশফিকের হাতে টেস্ট কিপিং গ্লাভস আবারও

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের কিপিং করা নিয়ে গত বছর কম বিতর্ক হয়নি। বোর্ড তাকে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে চেয়েছিল। কিন্তু উইকেটকিপিংটা খুব প্রিয় মুশফিকের। কিন্তু দলের চাহিদার কারণে অনিচ্ছাসত্ত্বেও লিটন দাসের হাতে তুলে দিয়েছিলেন কিপিং গ্লাভস। এবার জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে আবারও সেই কিপিং গ্লাভস উঠছে তার হাতে।
এই ম্যাচেই মুশফিককে কিপার হিসেবে দেখতে চায় বোর্ড। তাই তাকে উইকেটের পেছনে দাঁড় করিয়ে অনুশীলনও করিয়ে ফেলেছেন কোচ স্টিভ রোডস।
দ্বিতীয় মেয়াদে কিপিং গ্লাভস ফিরে পেয়ে আনন্দিত মুশফিক গণমাধ্যমে বলেছেন, ‘দলের ইচ্ছায় কিপিং ছেড়েছিলাম। এখন দলের প্রয়োজনেই আবারও কিপিং করব। আগেও বলেছি, এটা আমার ব্যাটিংয়েও অনেক হেল্প করে।’
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও মিডল অর্ডারের বড় ভরসা মুশফিক। দল তার কাছে চায় বড় ইনিংস। লম্বা সময় কিপিং করে ব্যাটিংয়ে লম্বা ইনিংস খেলা কঠিন। ব্যাটিং ও কিপিংয়ের ফাঁকে বিশ্রামটুকুর জন্যই টেস্টে তাকে ব্যাট করতে হচ্ছিল ৬ নম্বরে। গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফর ছাড়া ৬টি টেস্টে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন মুশফিক। কিন্তু কিপিং ছাড়ার পর তার ব্যাটিংয়ে লক্ষণীয় কোনো উন্নতি হয়নি। বরং কমে গেছে ব্যাটের ধার। এ কারণেই হয়তো মুশিকে আবারও উইকটের পেছনে ফিরিয়ে আনা।