শাহরিয়ার নাফীস বিপিএলে দল না পেয়ে হতাশ

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে দুর্দান্ত ব্যাটিং করে জাতীয় দলে ফেরার দাবি পোক্ত করে ফেলেছিলেন শাহরিয়ার নাফীস। কিন্তু জাতীয় দলের এই সাবেক ওপেনারের জন্য সর্বশেষ আসরটি খুবই বাজে গেছে। ৮ ম্যাচে কোনো ফিফটি নেই, করেছেন মোটে ১০৮ রান। যে কারণে আগামী ৬ষ্ঠ আসরের জন্য রবিবার হয়ে যাওয়া প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি! এমন ঘটনায় বেশ হতাশ এবং অবাক হয়েছেন এই ক্রিকেটার।
সর্বশেষ আসরে নিজের পারফর্মেন্স নিয়ে নাফীস বলেন, ‘গত বিপিএল দিয়ে বিচার করাটা বোধহয় ঠিক হবে না। কেননা গতবার একাদশে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ ছিল। তাদের বেশির ভাগই ব্যাটসম্যান। বেশির ভাগ ম্যাচেই দেশি ব্যাটসম্যানদের সুযোগ কম ছিল। তাদের ব্যাটিং অর্ডারের ঠিকঠিকানাও ছিল না। এক মোহাম্মদ মিঠুনকে বাদ দিলে বাংলাদেশের অন্য প্রায় সব ব্যাটসম্যান গত বিপিএলে ধুঁকেছে। আমিও ব্যতিক্রম নই।’
দেশের সবচেয়ে জাঁকজমক টুর্নামেন্টে খেলার সুযোগ না পেয়ে হতাশ হলেও ভেঙে পড়ছেন না নাফীস। ২০১৬ আসরের পর স্বপ্ন দেখেছিলেন আবারও জাতীয় দলে ফেরার। এখন তার ভাবনা অন্যরকম। আগামী যতদিন ক্রিকেট খেলবেন, পুরোটা উজার করে দিয়েই খেলবেন। জাতীয় দলে খেলতেই হবে কিংবা এখন যদি বলে বিপিএলে আবার খেলতেই হবে- তেমনটা না ভেবে ক্যারিয়ারের বাকি সময়টা নিজের খেলা উপভোগ করতে চান তিনি।