স্বরূপকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও ব্রাক যৌথ ভাবে বিভিন্ন কর্মসুচি আয়োজন করে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর স্কুল শিক্ষকার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচিতে ইউএনও আবু সাঈদ, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভাইস চেয়ারম্যান লাভলু আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রূপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম খলিল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ব্রাকের জেলা ব্যাবস্থাপক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ব্যবস্থাপক সুনিল কুমার রায়, কর্মকর্তা মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম, কামরুল হাসান প্রমুখ। ##