কমলঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানে শাহাদাৎ বার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) বেলা দেড় টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধলই চা বাগানে অবস্থিত হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, বীরম্ুিক্তযোদ্ধা জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা আরশাদ আলী, সাংবাদিক শাহীন আহমেদ, মো: মোস্তাফিজুর রহমান। পুষ্পস্তবক অর্পন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিটি নিরবতা পালন ও মোনাজাত করা হয়।