উজিরপুরে একটি বরজের সকল পানলতা উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা দরিদ্র পানচাষীর দেড় লক্ষ টাকা ক্ষতি

গৌরনদী প্রতিনিধি//
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে এক দরিদ্র অসহায় পান চাষীর ৪০শতক জমিতে গড়া নতুন পান বরজের সব পানের লতা (পানগাছ) উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুইজন প্রতিপক্ষকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
দরিদ্র অসহায় পানচাষী বাচ্চু মিয়া অভিযোগ করেছেন, জমিজমা নিয়ে ওই গ্রামের জাকির মিয়া ও কদম আলীর মধ্যে দীর্ঘ বিরোধ রয়েছে। সম্প্রতি জাকির মিয়া বিরোধপূর্ণ জমিটি একই গ্রামের দরিদ্র পানচাষী বাচ্চু মিয়াকে ১০ বছর মেয়াদী চুক্তিতে লীজ দেয়। এরপর বাচ্চু মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে গত ৪ অক্টোবর ওই বিরোধপূর্ণ জমিতে পানচাষ (পানের লতা রোপন) করেন। পান চাষ করার সময় জাকির মিয়ার প্রতিপক্ষ কদম আলী ও তার সহযোগীরা বাচ্চু মিয়াকে জমিটি চাষাবাদ করতে নিষেধ করে। এক পর্যায়ে কদমআলী বাচ্চুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দেয়। গত শুক্রবার দিবাগত প্রতিপক্ষরা ওই পানের বরজটির মধ্যে ঢুকে চাষকৃত সকল পানগাছ (পানের লতা) গুলো উপড়ে ফেলে। এতে বাচ্চু মিয়া’র প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতির সমুখিন হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় দরিদ্র অসহায় পানচাষী বাদি হয়ে গতকাল প্রতিপক্ষ কদম আলী ও তার ভাই খাদেম আলীসহ বেশ কয়েকজনকে আসামী করে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।