আগৈলঝাড়ায় নার্সিং ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্টমর্র্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাট্রা গ্রামের মৃত. বনমালী সরকারের মেয়ে নিপা সরকার (২০) গতকাল শনিবার সকালে ঘরের পিছনে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ আসার আগেই পরিবারের লোকজন নিপা সরকারের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে। সে গোপালগঞ্জ নার্সিং’র শেষ বর্ষের ছাত্রী ছিল। তবে নিপার আত্মহত্যার ব্যাপারে কোন কারন জানা যায়নি। পুলিশকে সংবাদ দিলে এসআই জামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পোস্টমর্ডেমের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।